
যশোর শহরের দুটি স্কুলের পাশে স্থাপন করা ডাস্টবিন থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে। তাদের অভিযোগ, ডাস্টবিনটি স্কুলের কাছে থাকায় তারা দুর্গন্ধের মধ্যে ক্লাস করতে বাধ্য হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা গেছে, যশোর সম্মিলনী ইন্সটিটিউশনের পূর্ব পাশের দেয়ালে পৌরসভা কর্তৃক একটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। এখানে স্থানীয় বাসিন্দারা নিয়মিত ময়লা ফেলেন, যার ফলে চরম দুর্গন্ধ সৃষ্টি হয়। এই দুর্গন্ধের মধ্যে বসে ক্লাস করতে হচ্ছে সম্মিলনী ইন্সটিটিউশন ও আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন জানান, বর্ষাকালে পানি জমে থাকে এবং ময়লা চারদিকে ছড়িয়ে পড়ে, যা দুর্গন্ধের মাত্রা বাড়িয়ে দেয় এবং শিক্ষার্থীদের ক্লাসের পরিবেশকে অসহনীয় করে তোলে।
সম্মিলনী ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মিহির কান্তি সরকার জানান, এই সমস্যা সম্পর্কে পৌরসভায় একাধিকবার অভিযোগ করা হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ জানান, যদি ওয়ার্ডবাসীর জন্য বিকল্প ময়লা ফেলার স্থান নির্ধারণ করা যায়, তাহলে ওই ডাস্টবিনটি সম্মিলনী ইন্সটিটিউশনের সীমানা থেকে সরিয়ে নেয়া হবে।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন জানান, সম্মিলনী ইনস্টিটিউশনের সীমানা প্রাচীর ঘেঁষে ময়লা ফেলা হচ্ছে, এমন বিষয়টি তার জানা ছিল না। তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।