১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপের ভিউ ওয়ান্স মেসেজে ঝুঁকি, সতর্ক থাকবেন যেভাবে

শেয়ার করুন

হোয়াটসঅ্যাপ, বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম, এর মাধ্যমে দ্রুত ও সহজে যোগাযোগ করা সম্ভব। এর মধ্যে একটি জনপ্রিয় ফিচার হলো ‘ভিউ ওয়ান্স’, যা দিয়ে ব্যবহারকারীরা ছবি, ভিডিও এবং ভয়েস মেসেজ পাঠাতে পারেন এবং একবার দেখার পর মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়। তবে, সম্প্রতি এই ফিচারে একটি ত্রুটি দেখা গেছে, যা ব্যবহারকারীদের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ‘ভিউ ওয়ান্স’ ফিচারের মধ্যে একটি ঝুঁকি রয়েছে। যদিও মেসেজটি একবার দেখে নেওয়ার পর তা মুছে যায়, তবুও আইফোন ব্যবহারকারীরা সেটি আবার দেখতে পারছেন।

কীভাবে মেসেজটি দেখা যাবে:

১. হোয়াটসঅ্যাপে গিয়ে সেটিংসে যান। ২. তারপর “স্টোরেজ অ্যান্ড ডাটা” সেকশনে গিয়ে “ম্যানেজ স্টোরেজ” অপশনটি নির্বাচন করুন। ৩. স্ক্রোল ডাউন করে সেই কনট্যাক্টে যান, যাকে আপনি ভিউ ওয়ান্স মেসেজ পাঠিয়েছেন। ৪. কনট্যাক্টটির নামের ওপর ট্যাপ করে “সোর্ট বাই” অপশনটি বেছে নিন, তারপর “নিউয়েস্ট ফার্স্ট” নির্বাচন করুন। ৫. এখান থেকে আপনি ভিউ ওয়ান্স মেসেজটি আবার দেখতে পাবেন।

এটি ব্যবহারকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন স্পর্শকাতর বা গোপনীয় তথ্য শেয়ার করার জন্য এই ফিচারটি ব্যবহার করা হয়। এখন পর্যন্ত হোয়াটসঅ্যাপ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও, আশা করা যাচ্ছে দ্রুতই এই ত্রুটিটি সংশোধন করা হবে।

 

শেয়ার করুন