
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে সাত সরকারি কলেজের জন্য। আগামী ২৪-২৫ সেশন থেকে এসব কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবেন না।
এ সিদ্ধান্তটি সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান প্রকাশ করেছেন। এর আগে সাত কলেজের অধ্যক্ষদের সাথে উপাচার্যের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের বিষয়গুলোতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো:
১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
২) সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
৩) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপারিশ করবে।
৪) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ অন্যান্য বিষয় মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নেবে।
৫) যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন, তাদের শিক্ষাজীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
সভায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচল থাকে।