১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

মান্নাতের জন্য শাহরুখকে ৯ কোটি টাকা ফেরত দেবে সরকার

শেয়ার করুন

ভারতের বাণিজ্যিক শহর মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান হল বলিউড কিং শাহরুখ খানের বাসস্থান মান্নাত। এবার এই বিশাল বাংলোর জন্য মহারাষ্ট্র সরকার থেকে টাকা পেতে যাচ্ছেন শাহরুখ, যা মূলত তার অতিরিক্ত প্রদান করা অর্থ ফেরত দেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মহারাষ্ট্র সরকার শাহরুখ খানকে ৯ কোটি রুপি ফেরত দেবে, কারণ তিনি মান্নাতের লিজ কনভার্ট করার জন্য অতিরিক্ত টাকা দিয়েছেন। উল্লেখযোগ্য যে, মান্নাতটি সমুদ্রমুখী একটি বাংলো যা মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলে অবস্থিত এবং ভারত থেকে প্রচুর পর্যটক এখানে ভ্রমণ করতে আসে।

প্রায় পাঁচ বছর আগে শাহরুখ খান মান্নাতকে পুরোপুরি নিজের করে নিতে উদ্যোগী হন এবং ইজারার জমি ব্যক্তিগত মালিকানাধীন করতে সরকারকে বড় অঙ্কের টাকা প্রদান করেন। শাহরুখ ও তার স্ত্রী গৌরী খান সরকারী নিয়ম মেনে অর্থ জমা দেন এবং প্রথম শ্রেণীর মালিকানার জন্য আবেদন করেন। সেই আবেদন গৃহীতও হয়।

তবে, এই মালিকানা প্রক্রিয়ার সময় শাহরুখ এবং গৌরী খান প্রয়োজনের চেয়ে বেশি অর্থ প্রদান করেছিলেন বলে জানা যায়, এবং সেই অতিরিক্ত ৯ কোটি রুপি ফেরত দেওয়া হচ্ছে। ২৫ কোটি রুপি দিয়ে ইজারার সম্পত্তি কিনতে শাহরুখ ও গৌরী আবেদন করেছিলেন, তবে অতিরিক্ত ৯ কোটি রুপি ফেরত পাচ্ছেন। তবে মান্নাতের মালিকানা নিয়ে কিছু বিতর্কও উঠেছিল, কারণ ২৬,৩২৯ স্কয়ার ফিটের এই বাংলোর বাজারমূল্য তার দেওয়া টাকার চেয়ে অনেক বেশি বলে মনে করা হয়।

 

শেয়ার করুন