
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, “অন্তত কিছুটা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে আমাদের দেখবেন। বাংলাদেশে সব কিছু খারাপ নয়; সব কিছু ভালোও নয়। কিছু কিছু পণ্যের দাম যেমন কমেছে—পেঁয়াজ, আলু—তেমনি চালের দাম অনেক বেড়েছে।”
আজ (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত আন্তর্জাতিক কাস্টম দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “বাজারে সব পণ্যের দাম একসাথে বাড়বে না, তা পৃথিবীর কোথাও ঘটে না। আবার সব দাম একসাথে কমেও যাবে না। চালের দাম বেড়েছে, কিন্তু সত্যি বলতে, জনগণের কষ্ট হচ্ছে।”
অর্থ উপদেষ্টা বলেন, “সরকার অনেকটা শিশুর মতো। যদি ১০০ নম্বরের মধ্যে ৭০ পেয়ে ভালো কাজ করা হয়, তবে কেউ যদি ১০০ পেতে বলবে, সেটা বাস্তবসম্মত নয়। আমরা ভ্যাট বাড়ানোর জন্য অনেক সমালোচনা শুনি, তবে তার পেছনে যে নীতি ও বাস্তবতা রয়েছে, তা সবাই জানে না। তাই ভালো কাজের জন্য উৎসাহ প্রদান করতে হবে। খারাপ কাজের জন্য সমালোচনা করুন, কিন্তু ভালো কাজের জন্য উৎসাহও দিন।”
বিশেষ অতিথির বক্তব্যে অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার বলেন, “পৃথিবীজুড়ে কাস্টমসের অবদান কমছে, তবে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কাস্টমসের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।” তিনি বলেন, “রাজস্ব আদায় ও সঠিক ব্যয়ের মধ্যে সমন্বয় করতে হবে। শুধু আদায় নয়, সঠিক ব্যবহারও নিশ্চিত করতে হবে।”
এফবিসিসিআই-এর পরিচালক হাফিজুর রহমান বলেন, “ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কার্যকর হলে ১৪-১৫ শতাংশ খরচ কমে যাবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পর আমাদের কোটা সুবিধা থাকবে না, তাই খরচ বাঁচিয়ে সেই ঘাটতি মোকাবিলা করতে হবে।”
তিনি আরও বলেন, “ব্যবসায়ীরা রাজস্ব প্রদানে গুরুত্বপূর্ণ অংশীদার। কোনো নীতি কার্যকর করতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলে তারা রাজস্ব দিতে অস্বস্তি বোধ করবে না।”
হাফিজুর রহমান সামনের বাজেটে ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দিয়ে বলেন, “এফবিসিসিআই-এর ব্যবসায়ী নেতারা এখনো অন্তর্ভুক্ত নন, তবে ব্যবসায়ীদের পরামর্শ নেওয়া উচিত। এর মাধ্যমে বাজেটে তাদের অংশগ্রহণ বাড়ানো সম্ভব হবে।”