
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফাতের দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের প্রসিকিউটর অ্যাডভোকেট মীর আহমেদ আলী সালাম জানান, চৌধুরী নাফিজ শরাফাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান রয়েছে। এরই অংশ হিসেবে তার দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ৭ জানুয়ারি একই আদালত নাফিজ শরাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ এবং ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান শরাফাতের ঢাকায় থাকা ১৮টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেন। একই সঙ্গে তাদের নামে থাকা জমি, বাড়ি ও প্লটও ক্রোকের আদেশ দেওয়া হয়।
জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে:
নাফিজ শরাফাতের নামে:
গুলশানে ২০ তলা একটি বাড়ি, গুলশানে একটি ফ্ল্যাট, ঢাকার ক্যান্টনমেন্ট বাজারে চারটি ফ্ল্যাট।
নিকুঞ্জ আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট ও দুটি প্লট।
বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটের ৫০% মালিকানা।
বাড্ডার কাঠালদিয়ায় আড়াই কাটা জমি।
গাজীপুরের কালিয়াকৈরে ২০ কাঠা জমি, গাজীপুর সদরে ৮.২৫ শতাংশ জমি।
জোয়ার সাহারায় ৪.৯৫ শতাংশ জমি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে সাড়ে সাত কাঠা জমি।
আঞ্জুমান আরা শহীদের নামে:
বসুন্ধরা আবাসিক এলাকায় সাড়ে সাত কাঠা জমির ওপর চারতলা বাড়ি।
পান্থপথ, গুলশান লিংক রোড, মিরপুর ডিওএইচএস, শাহজাদপুর ও বসুন্ধরায় বিভিন্ন ফ্ল্যাট।
নিকুঞ্জে তিন কাঠা জমি।
বাড্ডার কাঠালদিয়া ও গাজীপুর সদরে জমি।
রাহিব সাফওয়ান শরাফাতের নামে:
বনানীতে তিনটি ও বারিধারায় চারটি ফ্ল্যাট।
দুদক তাদের সম্পদের উৎস যাচাই এবং দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে।