১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন

শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন।
শপথ নেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসে সৌজন্য সাক্ষাতে আসেন। ওই সময় জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনও উপস্থিত ছিলেন। বাইডেন ট্রাম্পকে স্বাগত জানিয়ে বলেন, “বাড়িতে আপনাকে স্বাগতম।” এরপর তারা চারজনই হোয়াইট হাউসের ভেতর প্রবেশ করেন।

আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। তার দ্বিতীয় দফার ক্ষমতা গ্রহণ বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বড় পরিবর্তনের সূচনা করতে পারে।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প তার ঘোষিত ‘আমেরিকা ফার্স্ট’ মূলনীতি পুনরায় কার্যকর করতে উদ্যোগী হবেন। এতে শুধু মার্কিন পররাষ্ট্রনীতি নয়, বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। পাশাপাশি আমেরিকার সীমানার বাইরে থাকা কোটি মানুষের জীবনেও এর প্রভাব পড়তে পারে।

 

 

শেয়ার করুন