১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোরের কাগজের প্রকাশনা বন্ধের প্রতিবাদ ডিআরইউর

শেয়ার করুন

কোনো পূর্ব নোটিশ ছাড়াই জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রধান কার্যালয় বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার পত্রিকাটি প্রকাশিত হয়নি।

ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে তারা উল্লেখ করেন, গত ১৫ বছর ধরে ভোরের কাগজ ৮ম ওয়েজ বোর্ডের সব সুযোগ-সুবিধা ভোগ করলেও সংশ্লিষ্ট সাংবাদিকদের সেই সুবিধা দেওয়া হয়নি। বরং কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই পত্রিকার প্রকাশনা এবং অফিস বন্ধ করে দেওয়ার মতো অমানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে অনেক সাংবাদিক ও কর্মচারী বেকার হয়ে পড়বেন।

ডিআরইউ নেতৃবৃন্দ এ ঘটনাকে আইনের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে ভোরের কাগজের প্রকাশনা চালু এবং প্রধান কার্যালয় খুলে দেওয়ার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের পাওনা পরিশোধ করার আহ্বান জানান তারা।

এদিকে, বিনা নোটিশে দৈনিক ভোরের কাগজ বন্ধের প্রতিবাদে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও কর্মচারীদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

শেয়ার করুন