
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরী দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পর, তার ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সায়েমুজ্জামান জানান, অভিযানে নগদ অর্থ, স্বর্ণালংকার, সঞ্চয়পত্র, বীমা, মেয়াদী আমানত এবং ফিক্সড ডিপোজিটের মাধ্যমে ৪ কোটি ৪৫ লাখ টাকার ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, অভিযানে ব্যবহৃত ফ্ল্যাটটির আয়তন ৪৪০০ স্কয়ার ফিট এবং তার আরও দুটি ফ্ল্যাট রয়েছে পশ্চিম রামপুরা ও সেগুনবাগিচায়। এসকে সুরের স্বর্ণালংকার বাংলাদেশ ব্যাংকের লকারে রাখা ছিল, যা পুনরায় তোলার চেষ্টা ঠেকাতে বাংলাদেশ ব্যাংককে সতর্ক করা হয়েছে।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ধানমন্ডির বাসায় অভিযানে নগদ ১৬ লাখ ২৫ হাজার টাকা এবং সঞ্চয়পত্র ও বিমার প্রায় ৪ কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়েছে।
এছাড়া, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর পর ১৪ জানুয়ারি দুদক তাকে গ্রেপ্তার করে এবং আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।