১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যারিয়ার নিয়ে থাকতে থাকতে একসময় দেখবেন পরিবার ছাড়া কেউ নেই: মডেল পিয়া

শেয়ার করুন

মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তি। ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে তার মডেলিং যাত্রা শুরু। এরপর আন্তর্জাতিক মঞ্চেও সফলতা অর্জন করেন। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ার ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা এবং মিশরে ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল নির্বাচিত হন।

২০১২ সালে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন ‘চোরাবালি’ সিনেমায় ‘সুজানা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে, যা তাকে প্রশংসা এনে দেয়। একই বছর তিনি শিরোনামহীন ব্যান্ডের ‘আবার হাসিমুখ’ গানের মিউজিক ভিডিওতে উপস্থিত হয়ে আলোচনায় আসেন। ২০১৫ সালে পিয়া একাধিক চলচ্চিত্রে কাজ করেন, যার মধ্যে রয়েছে ‘গ্যাংস্টার রিটার্নস’ এবং ‘দ্য স্টোরি অব সামারা’

চলচ্চিত্র ও মডেলিংয়ের পাশাপাশি তিনি শিক্ষাজীবনেও ছিলেন সফল। লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইনে স্নাতক সম্পন্ন করে বর্তমানে তিনি উচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করছেন।

নতুনদের পরামর্শ

নতুনদের জন্য পিয়া বলেন, “মিডিয়াতে যারা আসতে চায়, বিশেষ করে মেয়েরা, তাদের পড়াশোনা এবং নৈতিকতার গুরুত্ব বুঝতে হবে। গ্ল্যামার চিরস্থায়ী নয়, তাই শর্টকাট পথে এগোতে চাওয়া ভুল। নিজের বিচার-বুদ্ধি দিয়ে ভালো-মন্দ বিচারের ক্ষমতা থাকতে হবে। স্কিল অর্জন ছাড়া সাফল্য সম্ভব নয়। পাশাপাশি, ক্যারিয়ার ও পরিবারের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। পরিবার ছাড়া জীবনের সফলতা পূর্ণতা পায় না। বিয়ে বা সন্তান ক্যারিয়ারের বাধা নয়।”

বহুমুখী ভূমিকা

একই সঙ্গে মা, ব্যবসায়ী, আইনজীবী, মডেল এবং উপস্থাপিকা হিসেবে দায়িত্ব পালন করেন পিয়া। এ সম্পর্কে তিনি বলেন, “আমার জন্য এটি খুব কঠিন নয়। আমি প্রতিদিন ১৬-১৭ ঘণ্টা কাজ করি। কাজের চাপ বেশি থাকলেও আমি খুশি কারণ আমি শর্টকাট পথে কিছু চাই না। কঠোর পরিশ্রমই আমার মূলমন্ত্র।”

জান্নাতুল ফেরদৌস পিয়া তার মেধা, অধ্যবসায় এবং বহুমুখী দক্ষতার মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছেন।

শেয়ার করুন