
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে ৭৭ জনের করুণ মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার প্রদেশে শনিবার (১৮ জানুয়ারি) জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের মর্মান্তিক ঘটনায় অন্তত ৭৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে প্রদেশের সুলেজা এলাকায়, যখন একটি ট্যাংকার উল্টে গিয়ে তাতে থাকা জ্বালানি রাস্তায় ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের কারণ ও পরিণতি
ট্যাংকার উল্টে যাওয়ার পর রাস্তায় ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের জন্য স্থানীয়রা সেখানে জড়ো হন। জ্বালানি সংগ্রহের সময় ট্যাংকারটি বিস্ফোরিত হয়, ফলে ঘটনাস্থলেই ৭৭ জনের মৃত্যু হয়। এছাড়া, আরও ২৫ জন আহত হন, যাদের মধ্যে উদ্ধারকারীরাও রয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা সংস্থা।
নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণের ক্রমবর্ধমান প্রবণতা
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণের ঘটনা নতুন নয়। মাত্র দুই সপ্তাহ আগেই তেলসমৃদ্ধ ডেল্টা প্রদেশে ট্যাংকার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছিলেন। ফেডারেল রোড সেফটি কর্পসের তথ্য অনুযায়ী, ২০২০ সালেই দেশটিতে ১,৫৩১টি পেট্রোল ট্যাংকার দুর্ঘটনা ঘটেছে।
অর্থনৈতিক সংকট ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি
দেশটিতে চলমান মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে জ্বালানি সংগ্রহের জন্য বিপজ্জনক উপায় অবলম্বন করা সাধারণ হয়ে দাঁড়িয়েছে। গত দেড় বছরে নাইজেরিয়ায় জ্বালানি তেলের দাম পাঁচ গুণ বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য ব্যাপক চ্যালেঞ্জ তৈরি করেছে। এ মূল্যবৃদ্ধির কারণেই স্থানীয় বাসিন্দারা ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করতে যান, যা তাদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলে।
বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি সত্ত্বেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপের অভাব গভীর উদ্বেগের বিষয়। জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা, নিরাপত্তা বিধান এবং জনসচেতনতা বৃদ্ধি করা না গেলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও চলমান থাকবে।