১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না : সিইসি

শেয়ার করুন

সিইসি: “আমরা রাজনীতির বাইরে থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই”

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন, বিধি ও নিয়মের মধ্যে থেকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই আমাদের লক্ষ্য।”

রোববার (১৯ জানুয়ারি) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানার এবং ক্যামেরাসহ বিভিন্ন সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

তিনি জানান, “জাতীয় নির্বাচনের জন্য অবাধ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। আমরা একটি এমন মাঠ তৈরি করতে চাই যেখানে সব প্রার্থী সমান সুযোগ নিয়ে অংশ নিতে পারেন।

সিইসি নাসির উদ্দিন বলেন, “ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার। তারা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল। আজ তারা কয়েকশ ল্যাপটপ, স্ক্যানার এবং ক্যামেরা সরবরাহ করেছে। ভবিষ্যতেও তারা সহায়তা করবে বলে আশা করি।”

সিইসি জানান, “২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে। আমরা আগামী ছয় মাসের মধ্যে এই কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। এতে প্রায় ৬৫ হাজার লোকবল নিয়োজিত থাকবে।”
তিনি আরও বলেন, “ভোটার তালিকা নিয়ে কোনো সন্দেহ দূর করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করা হচ্ছে। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”

জাতীয় নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, “নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত জটিল। ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। ইউএনডিপি আমাদের সহায়তা দিচ্ছে, যা আমাদের কাজকে আরও কার্যকর করতে সহায়তা করবে।”

তিনি আশাবাদ ব্যক্ত করেন, কমিশনের উদ্যোগে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে।

শেয়ার করুন