১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি পণ্যবাহী ৪টি জাহাজ ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি

শেয়ার করুন

মায়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনা থেকে পণ্যবাহী চারটি জাহাজ ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। আটক থাকা চার জাহাজে আনুমানিক ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।

নাফনদীর নাইক্ষ্যংদিয়ায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত তারা জাহাজগুলো ছাড়েনি।

আরাকান আর্মির হাতে চারটি জাহাজ আটক থাকার তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্য জাহাজগুলো কক্সবাজারের টেকনাফ বন্দরের উদ্দেশে আসার পথে আরাকান আর্মি সেগুলি আটকে রাখে।

স্থানীয় সূত্র বলছে, মায়ানমারে চলমান গৃহযুদ্ধে গেলো ৮ ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। এরপর থেকে বাণিজ্যের কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে আসেনি।

সর্বশেষ ৩ ডিসেম্বর মায়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে।

টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর জানান, শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মি ছাড়েনি। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রথম দফায় দুটি এবং শুক্রবার দুটিসহ মোট চারটি পণ্যবাহী জাহাজ আটক করে আরাকান আর্মি। জাহাজগুলো টেকনাফ জেটিঘাটের ওপারে মিয়ানমার সীমান্তে থেকে আটক করা হয়। আমরা জানতে পেরেছি তল্লাশির কথা বলে আরাকান আর্মি জাহাজগুলো আটক করে। এ বিষয়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। চার জাহাজে ৩০ থেকে ৪০ কোটি টাকার পণ্য রয়েছে।’

কার্গোগুলো ছাড়িয়ে আনার ব্যাপারে আমরা কথা বলছি বলে জানান তিনি।
….

শেয়ার করুন