১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আইএফআইসি ব্যাংকের ‘লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ অনুষ্ঠিত

শেয়ার করুন

‘লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে ১৪০০ এর বেশি শাখা-উপশাখা নিয়ে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।

বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী এ আয়োজন করা হয়।

বরিশাল এবং ফরিদপুর জোনের ১৬টি শাখা এবং ৯৬টি উপশাখার সাড়ে তিনশতাধিক কর্মীদের নিয়ে আয়োজন করা হয় দিনব্যাপী এ বিজনেস কনফারেন্সের।

আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন, পরিচালক এবতাদুল ইসলাম আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট কর্মীদের সম্মাননা স্মারক প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডল ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন