
ঢাকার নিউ মার্কেটে শপিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। শুক্রবার (১৭ জানুয়ারি) নিউ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিস্তারিত তুলে ধরে পরদিন শনিবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন তিনি। জন্য সেটি হুবহু তুলে ধরা হলো—
শাওন তার স্ট্যাটাসে লেখেন, “ঘটনা খুবই সরল। বড় ছেলে নিষাদ হুমায়ূনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেটে, তার বাবার প্রিয় বাজারে। কাজ শেষে গাড়ির দিকে ফিরছিলাম। জুমার নামাজের সময়, দুপুর ১টা ৫৫। নিউ মার্কেটের ভেতরের রাস্তার পাশে মুসুল্লিরা নামাজ পড়ছিলেন। রাস্তা ফাঁকা ছিল। ডান-বাম দেখে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই হঠাৎ একটি অটোচালিত রিকশা, যা ‘বাংলার টেসলা’ নামে পরিচিত, পেছন থেকে ধাক্কা দেয়। কোনো সতর্ক সংকেত ছাড়াই চালক ‘আপু সরেন’ বলে চিৎকার করলেও আমি কিছু বোঝার আগেই রিকশার পেছনের চাকা আমার বাম পায়ের ওপর দিয়ে চলে যায়।”
দুর্ঘটনার পরের পরিস্থিতি বর্ণনা করে শাওন লিখেছেন, “টেসলার চালক পালিয়ে না গিয়ে দোষ স্বীকার করেছেন। আশেপাশে থাকা মানুষ আমাকে সাহায্য করার চেষ্টা করেছেন। বিশেষ করে একজন চা দোকানদার, যিনি তার দোকানের ফিল্টার পানির জার এনে আমার পায়ের ওপর ঢেলে আরাম দিয়েছিলেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও লিখেছেন, “আমার সঙ্গে থাকা অর্পিতা, তোর প্রতি আমি চিরকৃতজ্ঞ। তুই না থাকলে সেই সময় কীভাবে সামলাতাম জানি না। দুর্ঘটনার আকস্মিকতায় নিষাদ নার্ভাস হয়ে পড়েছিল, আর আমি তো পুরো শরীরের ভার তোর ওপর ছেড়ে দিয়েছিলাম। তুই ঠাণ্ডা মাথায় আমাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিস। তুই শুধু মুখে মুখে ‘শাওন মা’ না, বরং সত্যিকারের দায়িত্বশীল মেয়ে হিসেবে প্রমাণ দিয়েছিস। তোর প্রতি আমার গর্ব কোনোদিন কমবে না।”
বর্তমান শারীরিক অবস্থার আপডেট জানিয়ে শাওন বলেন, “আল্লাহর অশেষ রহমতে পা ভাঙেনি। তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধের মাধ্যমে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠব।”
তবে কিছু মানুষের অসংবেদনশীল আচরণের দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, “যারা আমার ব্যান্ডেজ করা পায়ের ছবিতে ‘হা হা’ রিঅ্যাক্ট দিয়েছেন, তাদের উদ্দেশে বলি, আশা করব আপনাদের আনন্দ এখানেই শেষ হয়ে যাবে।”