১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই

শেয়ার করুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য: ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আয়োজিত সর্বদলীয় বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “৫ আগস্ট আমাদের ঐক্যের প্রতীক। ওই দিনের অনুভূতি ছিল একাত্মতার, যেখানে কোনো বিভাজন ছিল না। যে কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ এখন সবার মতামতের ভিত্তিতে নিতে হবে, যাতে কেউ বলার সুযোগ না পায়—‘তুমি অমুক, তুমি তমুক।’”

ড. ইউনূস উল্লেখ করেন যে, “যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সরকার গঠিত হয়েছে, তা ঐক্য থেকেই উৎসারিত। যখন সবাই একসঙ্গে কাজ করি, তখন মনে সাহস বাড়ে। কারণ একতাতেই আমাদের জন্ম, আর একতাতেই আমাদের শক্তি।”

তিনি জানান, কিছু ছাত্র July ঘোষণাপত্র নিয়ে প্রস্তাব করেছিল, তবে তিনি তাদের পরামর্শ দেন, “৫ আগস্টের একাত্মতার চেতনা ফিরিয়ে আনার জন্য এটি সবার অংশগ্রহণে করতে হবে। এককভাবে কোনো উদ্যোগ নিলে তা সঠিক হবে না। ঐদিনের মতোই ঐক্যের অনুভূতি সৃষ্টির প্রয়োজন।”

ঐক্যের প্রতীক হিসেবে ঘোষণাপত্র

ড. ইউনূস বলেন, “ঐক্যের মাধ্যমে কোনো পদক্ষেপ নিলে তা দেশের জন্য যেমন ইতিবাচক, তেমনি আন্তর্জাতিকভাবেও তা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। সারা বিশ্ব জানবে, এ জাতি বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকতে সক্ষম।”

তিনি আরও বলেন, “আমাদের ঐক্য এবং চেতনার পুনর্জাগরণই জাতিকে শক্তিশালী করবে। আমাদের অনুভূতি এখনো স্পষ্ট এবং দৃঢ়। এই ঐক্যকেই আমাদের সামনে তুলে ধরতে হবে।”

সভার সমাপ্তিতে তিনি রাজনৈতিক নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “আপনাদের সঙ্গে দেখা হলে সাহস পাই। আপনারা পাশে থাকলে একতা ধরে রাখতে পারবো। ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।”

 

শেয়ার করুন