১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পলিথিনের মোড়ক ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার করুন

মুন্সীগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর লঙ্ঘনের দায়ে ৩ ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৪টায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি।

অভিযানের কারণ ও প্রক্রিয়া

ব্যবসায়ীরা নির্ধারিত পণ্যের ক্ষেত্রে পাটজাত মোড়কের পরিবর্তে কৃত্রিম (পলিথিনের) মোড়ক ব্যবহার করছিলেন, যা পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন। এই অপরাধে ১৪ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, “পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশের সহযোগিতা

এই অভিযানে সহযোগিতা করেন সিরাজদিখান থানার এসআই সাচ্চু মিয়ার নেতৃত্বে একটি পুলিশ টিম।

পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার উদ্যোগে সরকারের এ ধরনের অভিযান পরিবেশ রক্ষা এবং পাটজাত পণ্যের প্রসার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

শেয়ার করুন