১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

নিজ বাড়িতেই ছুরিকাঘাত সাইফ আলি খানকে, হাসপাতালে ভর্তি

শেয়ার করুন

নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত সাইফ আলি খান, হাসপাতালে ভর্তি

মুম্বাইয়ের বান্দ্রার সৎগুরু শরণ ভবনে অভিনেতা সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের বাসায় ডাকাতির চেষ্টা হয়েছে। এই ঘটনায় ডাকাতের ছুরিকাঘাতে সাইফ আলি খান গুরুতর আহত হয়েছেন।

ঘটনার বিবরণ

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৬ জানুয়ারি ভোররাতে এ ঘটনা ঘটে। পরিবারসহ ঘুমন্ত অবস্থায় ছিলেন সাইফ আলি খান। ডাকাতির সময় বাধা দিতে গেলে সাইফ আহত হন। ডাকাতের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে তার শরীরে ছয়টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে দুটি আঘাত বেশ গভীর এবং একটি মেরুদণ্ডের কাছাকাছি।

চিকিৎসার আপডেট

সাইফ আলি খানকে রাত সাড়ে তিনটার দিকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, বর্তমানে তার অপারেশন চলছে। অস্ত্রোপচার শেষ হলে ক্ষতিগ্রস্ত অংশের প্রকৃতি সম্পর্কে জানা যাবে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

সাইফ ও কারিনা তাদের দুই সন্তান, তৈমুর (৭) এবং জেহ (৩)-এর সঙ্গে থাকেন সৎগুরু শরণ ভবনে। বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টে রয়েছে ছাদ, বারান্দা, সুইমিং পুল, এবং বড় ডাইনিং এলাকা। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও এমন ঘটনায় সবাই বিস্মিত।

পুলিশি তদন্ত

বান্দ্রা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “আমরা এখনও নিশ্চিত নই সাইফ ছুরিকাঘাতে আহত হয়েছেন, নাকি ধস্তাধস্তির সময় আঘাত পেয়েছেন। ঘটনার তদন্তে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও যুক্ত হয়েছে।”

এই ঘটনা বলিউডের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আতঙ্কের সৃষ্টি করেছে। সবাই সাইফ আলি খানের দ্রুত আরোগ্য কামনা করছে।

 

শেয়ার করুন