১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

নেই প্রশাসনের আশ্বাস : ক্যাডেট এসআইদের আমরণ অনশন অব্যাহত

শেয়ার করুন

চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করে যাচ্ছেন পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচ থেকে অব্যাহতি প্রাপ্ত প্রশিক্ষণার্থীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলমান ছিল।

অব্যাহতি পাওয়া এসআইরা ঢাকা সচিবালয়ের ১নং গেটের বিপরীতে উসমানী উদ্যান সংলগ্ন রাস্তায় এই কর্মসূচি পালন করছেন। গত সোমবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে তারা তাদের আমরণ অনশনের ঘোষণা দেন।

ক্যাডেট এসআই রবিউল রবি বলেন, “আমাদের যেন দেখার কেউ নেই। যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েও আমরা এই শাস্তির সম্মুখীন হয়েছি। শীতের মধ্যে ঢাকার রাস্তায় আমরণ অনশন করছি, তারপরও রাষ্ট্র আমাদের প্রতি দয়া দেখাচ্ছে না।”

অন্য এক এসআই, সুবীর বলেন, “একটা চাকরির জন্য আমরা আজ এই অবস্থায়। জানি না, আমাদের কী দোষ ছিল যার জন্য এমন শাস্তি পেতে হলো। আমাদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

প্রসঙ্গত, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ৩১০ প্রশিক্ষণার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমি থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুশীলন চলাকালে তারা একাডেমির সরবরাহ করা নাশতা গ্রহণ না করে হৈচৈ ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। এছাড়াও তারা একাডেমি কর্তৃপক্ষের প্রতি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং প্রশিক্ষণ মাঠ ত্যাগ করে ব্যারাকে চলে যান।

অব্যাহতির শিকার এসআইরা এই অভিযোগ অস্বীকার করে তাদের পুনর্বহালের দাবি জানাচ্ছেন এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

 

শেয়ার করুন