
রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়ার বেলপুকুর এলাকায়।
উদ্ধার কার্যক্রম:
পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ জানান, লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ চলছে। তিনি আশাবাদী যে, দ্রুতই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
প্রভাব:
এই দুর্ঘটনার কারণে রাজশাহীসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের দুর্ভোগ কমাতে যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
রেল কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে।