
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়লে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল আবার স্বাভাবিক হবে।”
এই অবস্থায় যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে ঘন কুয়াশা কেটে গেলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় চালু হবে এবং ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে।
ফেরি চলাচল বন্ধ থাকার কারণে বিভিন্ন পণ্যবাহী যানবাহন ও যাত্রীবাহী গাড়ি ঘাটে আটকা পড়েছে। জরুরি পণ্য পরিবহন ও যাত্রী সেবায় এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।