১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার লন্ডন যাত্রা, ফিরোজাসহ পথে-পথে নেতাকর্মী

শেয়ার করুন

খালেদা জিয়ার লন্ডন যাত্রা: ফিরোজাসহ পথে পথে নেতাকর্মীদের ভিড়

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন সফরে যাচ্ছেন। এ উপলক্ষে তার গুলশানের বাসভবন ফিরোজা এবং আশপাশের এলাকা নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়ে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিএনপি নেতারা জানিয়েছেন, ফিরোজা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার দুই পাশে দলীয় নেতাকর্মীরা প্রিয় নেত্রীকে বিদায় জানাতে অপেক্ষায় ছিলেন। বিকেল থেকেই তারা সড়কের বিভিন্ন স্থানে জড়ো হন।

শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা উপেক্ষিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের সড়কে অবস্থান না করে ফুটপাতে শৃঙ্খলভাবে থাকার নির্দেশনা দিলেও তা অনেকেই মানেননি।

সাত বছর পর লন্ডন যাত্রা

দীর্ঘ প্রায় সাত বছর পর বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১৭ সালে তিনি লন্ডন সফর করেছিলেন এবং কয়েক মাস অবস্থান শেষে অক্টোবরে দেশে ফিরে আসেন। এবারের সফরে তিনি লন্ডন পৌঁছে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বিমানবন্দরে বিদায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা খালেদা জিয়াকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “চিকিৎসকরা আগেই ম্যাডামকে বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। আমরা দোয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন।”

স্বাস্থ্য জটিলতা

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা এবং আরও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তার এই বিদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তার চিকিৎসক ও দলীয় নেতারা।

 

শেয়ার করুন