
রাজধানীর ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং নারায়ণগঞ্জের ডিপিডিসি অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) রোববার (৭ জানুয়ারি) অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অনিয়ম, হয়রানি ও ঘুষ লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা গেছে, ধানমন্ডির কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজে মাস্টার্সের জাল সনদ দিয়ে চাকরি নেওয়া এবং কলেজ পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালানো হয়। এখানে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও আত্মসাতের অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ করা হয় এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এছাড়া, নারায়ণগঞ্জের ডিপিডিসি অফিসে বিদ্যুতের লাইন সংযোগ সংক্রান্ত নথি অবৈধভাবে আটকে রাখা এবং অর্থের বিনিময়ে মিটার প্রদানসহ অন্যান্য অনিয়মের অভিযোগে অভিযান পরিচালিত হয়। অভিযানে সেবা নিতে আসা গ্রাহক ও অফিসের কর্মীদের বক্তব্য শোনার পর বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, যা কমিশনে বিস্তারিত প্রতিবেদন আকারে দাখিল করা হবে।
তৃতীয় অভিযানে, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় হায়াতুননেছা মহিলা মাদ্রাসা ও জামে মসজিদ উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করা হয়। তিনটি প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করা হয়, যেখানে প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়নি এবং ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
এ তিনটি অভিযানের বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করার জন্য দুদক টিম কাজ করছে।