
চীনের তিব্বত অঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার সকালে শিগাতসে শহরে এই ভূমিকম্প আঘাত হানে, যা মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এতে আরও অন্তত ৬২ জন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এই ভূমিকম্পটির প্রভাব নেপাল, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশেও অনুভূত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ভূমিকম্পটির মাত্রা ৬.৮ বলা হয়েছে। ভূমিকম্পে এক হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিগাতসে তিব্বতের একটি পবিত্র শহর হিসেবে পরিচিত। উদ্ধার অভিযান শুরু করেছে চীনের বিমানবাহিনী, যেখানে ড্রোন ব্যবহার করা হচ্ছে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে।
নেপালে শক্তিশালী কম্পন অনুভূত হলেও এখনও সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।