১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে টিউলিপকে ফ্ল্যাটদাতা কে এই মোতালিফ

শেয়ার করুন

যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশি বংশোদ্ভূত ডেভেলপার আবদুল মোতালিফের কাছ থেকে একটি ফ্ল্যাট উপহার নেওয়ার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। ফ্ল্যাটটি টিউলিপকে ব্যবহার করতে দিয়েছিলেন আবদুল মোতালিফ, যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, কে এই আবদুল মোতালিফ এবং তার শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কীভাবে।

আবদুল মোতালিফ:

যুক্তরাষ্ট্রের সরকারি রেকর্ড অনুযায়ী, আবদুল মোতালিফ একজন ব্রিটিশ নাগরিক। ১৯৫৪ সালের নভেম্বর মাসে তার জন্ম। তিনি বিলুপ্ত দুটি কোম্পানি, ওকস কন্সট্রাকশন লিমিটেড (Oaks Construction Ltd) এবং এ এম প্রোপার্টি সার্ভিসেস (A M Property Services), পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এসব কোম্পানি মূলত আবাসন ও নির্মাণ খাতে কাজ করত।

ফ্ল্যাট কেনা ও ব্যবহারের ইতিহাস:

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০০১ সালের জানুয়ারিতে আবদুল মোতালিফ মাত্র ১ লাখ ৯৫ হাজার পাউন্ড দিয়ে কিংস ক্রস এলাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন। একই বছর আগস্টে পার্শ্ববর্তী একটি ফ্ল্যাট ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়, যা থেকে বোঝা যায় ফ্ল্যাটটি তিনি তুলনামূলক কম দামে পেয়েছিলেন।
২০০৪ সালে উপহার হিসেবে ফ্ল্যাটটি টিউলিপ সিদ্দিকের কাছে দেওয়া হয়। টিউলিপ কয়েক বছর সেটিতে বসবাস করেন এবং পরবর্তীতে তার ভাইবোনদের ব্যবহার করতে দেন। বর্তমানে ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হয়েছে, যার থেকে বছরে প্রায় ৯০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ১ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার) আয় হচ্ছে।

টিউলিপের রাজনৈতিক জীবন ও সম্পর্ক:

টিউলিপ সিদ্দিক মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন এবং ২০১৫ সালে প্রথমবারের মতো হ্যাম্পস্টেড আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের ইউরোপীয় শাখার লবিং ইউনিট এবং নির্বাচনী কৌশল দলে কাজ করেছেন, যা তার নির্বাচনী সাফল্যে ভূমিকা রেখেছে।

তবে টিউলিপের নির্বাচনী হলফনামায় এই ফ্ল্যাটের উল্লেখ নেই। তার অন্যান্য সম্পত্তির মধ্যে হাইগেট ও হ্যাম্পস্টেড এলাকার ফ্ল্যাটের উল্লেখ রয়েছে।

মোতালিফের বর্তমান অবস্থান:

৭০ বছর বয়সী আবদুল মোতালিফ বর্তমানে পূর্ব লন্ডনে মুজিবুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে বসবাস করছেন। মুজিবুল ইসলাম একজন সাবেক আওয়ামী লীগ এমপির সন্তান। ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে কথা বললেও তিনি ফ্ল্যাট কেনার বিষয়ে অতিরিক্ত তথ্য দিতে অস্বীকৃতি জানান।

এই ঘটনাটি টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক জীবনে বড় একটি বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তা নিয়ে তদন্ত ও বিশ্লেষণ চলছে।

 

শেয়ার করুন