
দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের জন্য ২০২৪ সালটি ছিল ব্লকবাস্টার ‘খাদান’-এর সাফল্যের বছর। নতুন বছর শুরুতেই তিনি ঘোষণা করেছেন তার পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এর মুক্তির তারিখ। তবে চমক এখানেই শেষ নয়। আরও একটি নতুন গল্প বলার পরিকল্পনা রয়েছে তার, যেখানে উড়বে প্রজাপতি।
দেব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন তার নতুন ছবি ‘প্রজাপতি ২’-এর। পরিচালক অতনু রায় চৌধুরী এবং প্রযোজক অভিজিৎ সেনকে সঙ্গে নিয়ে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের শীতেই মুক্তি পেতে চলেছে ছবিটি। ক্যাপশনে তিনি লিখেছেন, “চব্বিশের না বলা গল্প, বলা হবে পঁচিশে।”
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এটি দেবের আগের ছবি ‘প্রজাপতি’-এর সিক্যুয়েল। সেই অনুযায়ী, এই ছবিতেও বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে। যদিও পুরো কাস্টিং নিয়ে টিম থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে জানা গেছে, এই ছবিতে অভিনেত্রী তাসনিয়া ফারিণ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন।
গত বছরের আগস্ট মাসে ‘প্রজাপতি ২’-এর পরিকল্পনার কথা প্রথম শোনা গিয়েছিল। নভেম্বর মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও লন্ডনের ঠান্ডার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে শুটিং শুরু করার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে মার্চ ২০২৫।
‘প্রজাপতি’-তে দেব ও মিঠুনের বাবা-ছেলের চরিত্র দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এবারও অভিজিৎ সেনের গল্প ও পরিচালনায় সম্পর্কের সূক্ষ্ম দিকগুলোর অনন্য উপস্থাপনা দেখার জন্য দর্শকরা অপেক্ষা করছেন।