১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানের বাসায় সেনাপ্রধান

শেয়ার করুন

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানে সেনাপ্রধান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গুলশানের বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি সেখানে পৌঁছান এবং প্রায় ৪০ মিনিট অবস্থান করেন।

কী ঘটেছিল

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান,

> “সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে ফিরোজায় আসেন। তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী।”

 

তিনি আরও জানান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানান। এ সময় সেনাপ্রধান খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

এই সাক্ষাৎ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে এটি ছিল সৌজন্যমূলক এক সাক্ষাৎ।

 

শেয়ার করুন