১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সেবনের অভিযোগে জাবিতে চার শিক্ষার্থী বহিষ্কার

শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদক বহন ও সেবনের অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের বিজ্ঞপ্তি

বুধবার (০১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে মাদকদ্রব্য বহন ও সেবনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তিনজন ছাত্র ও একজন ছাত্রীর বিরুদ্ধে “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮” অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্ত কমিটি গঠন

এ ঘটনায় অধিকতর তদন্তের জন্য শহীদ সালাম বরকত হলের প্রাধ্যক্ষকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুপারিশসহ ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনার পটভূমি

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে মাদক সেবনের সময় চার শিক্ষার্থীসহ মোট নয়জনকে আটক করে। অভিযানের সময় তাদের কাছে মাদক (অ্যালকোহল) পাওয়া যায়।

সাম্প্রতিক প্রেক্ষাপট

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কঠোরতা শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে নেওয়া পদক্ষেপের অংশ বলে মনে করা হচ্ছে। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রশাসন জানিয়েছে।

 

শেয়ার করুন