
পৌষের মাঝামাঝি: শীতের তীব্রতা বাড়ছে উত্তরে, ঢাকাতেও শীতের আমেজ
পৌষের মাঝামাঝি পেরিয়ে শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চলে। এসব এলাকায় সূর্যের দেখা মিলছে দেরিতে, আর শীতের তীব্রতা বাড়ছে প্রতিদিন। রাজধানী ঢাকাতেও নতুন বছরের শুরু থেকে শীতের আমেজ বৃদ্ধি পেয়েছে।
কুয়াশায় ঢেকে ঢাকার সকাল
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে ঢাকায় ঘন কুয়াশা দেখা গেছে। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। সকাল সাড়ে ৯টার পরও সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে দেশের কিছু এলাকায় দুপুর পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে।
তাপমাত্রার পরিবর্তন
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন বছরের প্রথম দিন থেকেই ঢাকায় তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। বুধবার (১ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর ফলে, দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে, যা কয়েকদিন আগেও ১০ ডিগ্রির বেশি ছিল। দেশের অন্যান্য বিভাগেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে।
শৈত্যপ্রবাহের পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে পশ্চিম, উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে দু-একটি মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, দেশের অন্যান্য এলাকায় দু-তিনটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে, জানুয়ারির বাকি দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তাই শীতের প্রস্তুতি নিয়ে সবার সতর্ক থাকা জরুরি।