
ইয়েমেন থেকে আবারও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে জনগণের ক্ষতির আশঙ্কায় সতর্কতা জারি করা হয়, এবং সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
এর আগে, হুথি বিদ্রোহীরা দাবি করেছিল যে তারা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর এবং অধিকৃত পূর্ব জেরুজালেমের দক্ষিণে একটি পাওয়ার স্টেশন লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এ হামলায় সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের হামলার তীব্রতা বেড়েছে। ২৬ ডিসেম্বরও হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে।
উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা এর আগে অভিযোগ করেছিল যে ইসরায়েল ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদেইদাহ বন্দর এবং তেলের অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যেখানে অন্তত ছয়জন নিহত হয়। এর জবাবে হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিশোধমূলক হামলার ঘোষণা দেয়।