
যাতায়াতের সময় যদি কিছুটা সময় বাঁচানো যায়, সে উদ্দেশে ট্রেন বা বাসের বদলে অনেকেই উড়োজাহাজে চড়তে পছন্দ করেন। তবে যারা নিয়মিত আকাশপথে যাতায়াত করেন, তারা উড়োজাহাজে ওঠার নিয়মকানুন সম্পর্কে সচেতন। কিন্তু যারা খুব বেশি উড়োজাহাজে ভ্রমণ করেন না, তাদের কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন। এক অন্যতম প্রশ্ন হচ্ছে, উড়োজাহাজে খাবার নিয়ে উঠা যায় কি না।
আন্তর্জাতিক উড়োজাহাজে খাবার নিয়ে ওঠা যায়। বাড়ি থেকে স্ন্যাক্স বা রান্না করা খাবার নিয়ে যেতে পারবেন, তবে তা সঠিকভাবে প্যাকেজিং করতে হবে। উদাহরণস্বরূপ, খাবার জিপ-লক করা ব্যাগে রাখতে হবে। চাটনি বা সস নিতে হলে ১০০ মিলিলিটারের পাউচে নিতে হবে।
ড্রাই ফ্রুটস, ফল, স্যালাডও নিতে পারবেন। গুজরাটি স্ন্যাক্স, যেমন থেপলা বা খাকড়া নিয়ে যেতে পারবেন, তবে এগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে নিতে হবে। নোনতা স্ন্যাক্স যেমন নিমকি, চানাচুর বা ভুজিয়া জিপ-লক ব্যাগে ভরে নেওয়া যাবে। চিনা বাদাম, প্রোটিন বার, বিস্কুট, কুকিজ, চিপসও নেওয়া যেতে পারে।
এমনকি মুড়ি বা চিড়ে নিয়েও উড়োজাহাজে চড়তে পারবেন, তবে প্যাকেজিং সঠিক হতে হবে। তবে, কিছু খাবার চেক ইন ব্যাগেজে নেওয়া যাবে না। উদাহরণস্বরূপ, শুকনো নারকেল চেক ইন ব্যাগেজে রাখা নিষিদ্ধ, কারণ এতে তেলের পরিমাণ বেশি থাকে, যা দাহ্য পদার্থ হিসেবে ধরা হয়। এছাড়া, স্যান্ডউইচ, পরোটা, ম্যাগি নুডলসের কোনো সমস্যা নেই।
তবে কিছু খাবার রয়েছে যা উড়োজাহাজে নেওয়া নিষেধ, যেমন তেল, অ্যালকোহল যুক্ত সস, অ্যারোসল ক্যান, প্যাকেটজাত খাবার, ঘি, আচার, পান, পোস্ত ইত্যাদি। এগুলো উড়োজাহাজে নেয়া যাবে না।