১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

শেয়ার করুন

সিলেটে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সোমবার (৩০ ডিসেম্বর) এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা, যা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হবে। রোববার (২৯ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে কয়েকটি বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়।

জানা গেছে, রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের কাছে ফুটবল খেলার সময় সিলেট-জকিগঞ্জ সড়কে বল চলে গেলে তা আনতে গিয়ে বাসের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় আবির আহমদ (১৪) নামে এক কিশোর। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে স্থানীয় জনতা বাস আটক করে পাশের স্কুল মাঠে নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিবহন শ্রমিকরা অভিযোগ করছেন, একই দিনে আরও তিনটি বাসে ভাঙচুর করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মুহিত কালবেলা বলেন, “যদি আমাদের চালক অন্যায় করে, তবে তার শাস্তি আইন অনুযায়ী হবে। কিন্তু বাস ভাঙচুর করা সন্ত্রাসী কাজ, এবং এর বিচার দাবি করছি।” তিনি আরও জানান, যদি প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত না করে, তবে মঙ্গলবার সকাল থেকে পুরো সিলেট জেলায় পরিবহন কর্মবিরতি পালন করা হবে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, “সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকার খবর পেয়েছি। হেলাল মিয়া নামের এক ব্যক্তি বাস ভাঙচুরের অভিযোগ করেছেন, যার তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে।”

 

শেয়ার করুন