
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসল করা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হাওলাপাড়া গ্রামের তরুণ তাইম ও তার বন্ধুরা দেওয়ানপাড়ার শাকিলদের পুকুরে গোসল করতে গেলে শাকিল ও শিপনসহ কয়েকজন তাদের বাধা দেন এবং মারধর করেন।
এ ঘটনার জেরে রাতে দুই গ্রামের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র, বল্লম ও টেঁটা নিয়ে মুখোমুখি হয়। টর্চলাইটের আলো জ্বালিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আরও সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
সিএনআই/২৫