১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আলিয়ার হতাশার বছর

শেয়ার করুন

অভিনেত্রী আলিয়া ভাটের জন্য ২০২৪ সালটি ছিল বেশ হতাশাজনক। এই বছর তার অভিনীত মাত্র একটি সিনেমা মুক্তি পায়, তবে সেটি দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয় এবং বক্স অফিসেও তেমন সাড়া ফেলতে পারেনি।

ভারতীয় গণমাধ্যম কইমই জানিয়েছে, আলিয়ার অভিনীত ‘জিগরা’ সিনেমাটি নির্মাণে খরচ হয় ৮০ কোটি রুপি, কিন্তু এটি বক্স অফিস থেকে আয় করে মাত্র ৫৫ কোটি রুপি। ধর্মা প্রোডাকশন এবং আলিয়ার নিজস্ব প্রোডাকশন হাউস ইটারনাল সানশাইন প্রোডাকশনস যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করে।

বাসান বালা পরিচালিত এই সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল ২০২৩ সালে টিজার প্রকাশের মাধ্যমে। এরপর সিনেমাটি নিয়ে বেশ আলোচনা হলেও, ১১ অক্টোবর মুক্তির পর সেই আলোচনা ধরে রাখা সম্ভব হয়নি। সিনেমাটিতে আলিয়া ভাট ও বেদাং রায়নাকে ভাই-বোনের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

তবে, ২০২৪ সালের হতাশা কাটিয়ে ২০২৫ সালে আলিয়া ভাটের একাধিক নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যা তার ক্যারিয়ারে নতুন মোড় আনতে পারে বলে আশা করা হচ্ছে।

 

শেয়ার করুন