১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

কনসার্ট নয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে

শেয়ার করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর বিপিএলকে নতুন আঙ্গিকে আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। দেশের ক্রিকেটের অন্যান্য নেতৃত্বস্থানীয় ব্যক্তিরাও একই ধরনের আশার কথা শোনালেও, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের শুরুতে সেই পরিবর্তনের ছাপ তেমন দেখা যাচ্ছে না।

এই প্রসঙ্গে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল তার অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আজ (রোববার), বিপিএল শুরুর একদিন আগে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এখন পর্যন্ত কেবল একটি কনসার্ট ছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য পরিবর্তন তিনি দেখতে পাননি।

তামিম বলেন, “সত্যি বলতে কনসার্ট ছাড়া অন্যরকম কিছু চোখে পড়েনি। আমার মনে হয়, যদি আমরা সত্যিই ভিন্নধর্মী বিপিএল করতে চাই, তবে আমাদের ক্রিকেট এবং টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। কনসার্ট বা অন্য কিছুর ওপর ফোকাস না দিয়ে ক্রিকেটের উন্নয়নে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “ক্রিকেটে বিনিয়োগ করা হলে আমরা বলতে পারব, এটি একটি নতুন বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে। দারুণ আয়োজন ছিল। তবে সেটাই নতুনত্বের চিহ্ন হতে পারে না।”

বিপিএলে কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য তামিম আয়োজনের মানোন্নয়ন এবং ক্রিকেটীয় কাঠামোতে বিনিয়োগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, “সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, মানসম্মত উইকেট নিশ্চিত করা, সেরা ধারাভাষ্যকার এবং সর্বাধুনিক টেকনোলজি ব্যবহার করা আয়োজনকারীদের দায়িত্ব। খেলাটি আকর্ষণীয় করা ক্রিকেটারদের হাতে থাকলেও, এ ধরনের বিষয়গুলো আয়োজকদের কাজ।”

বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব পেলে কী করতেন—এমন প্রশ্নে তামিম সরাসরি উত্তর না দিয়ে বলেন, “এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। সঠিক পরিকল্পনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়। তাই এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”

তামিমের মন্তব্যে স্পষ্ট যে, তিনি চান বিপিএলের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য আরও পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

 

শেয়ার করুন