১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ভয়ে অ‌ফিসে আসেন না ইসলামী ব্যাংকের এমডি

শেয়ার করুন

কর্মকর্তাদের চাপের মুখে গত বৃহস্প‌তিবার (১৯ ডিসেম্বর) অফিস ছাড়তে বাধ্য হন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা। এরপর থেকে তিনি আর অফিসে ফেরেননি।

ইসলামী ব্যাংকের সূত্রে জানা গেছে, ব্যাংকিং খাতের অন্যতম আলোচিত প্রতিষ্ঠান এস আলম গ্রুপের এলসি খোলাসংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধের জেরে এ পরিস্থিতি সৃষ্টি হয়। কর্মকর্তাদের চাপের মুখে তিনি অফিস ছাড়তে বাধ্য হন।

ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মনিরুল মওলা গত বৃহস্প‌তিবার অফিস ছাড়ার পর থেকে বাসায় থেকে গুরুত্বপূর্ণ নথিতে সই করছেন। তিনি বলেন, “অপ্রত্যাশিত ঘটনাটির কারণে হয়তো তিনি ভয়ে অফিসে আসছেন না এবং পর্ষদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।”

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা জানান, মনিরুল মওলা এখনও পদত্যাগ করেননি। আদৌ পদত্যাগ করবেন কি না, তা নিশ্চিত নন। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সদস্য জানান, “এমডি নিয়ে জটিলতা চলছে। আগামী ২৯ ডিসেম্বর পর্ষদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

মনিরুল মওলা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন অবস্থায় ইসলামী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পান। তার সময়ে এস আলম গ্রুপ বিভিন্ন নামে-বেনামে বিপুল ঋণ নিয়ে ব্যাংকটিকে আর্থিকভাবে দুর্বল করে ফেলে। অভিযোগ রয়েছে, এস আলম গ্রুপকে অনৈতিকভাবে ঋণ প্রদান নিশ্চিত করতে মনিরুল মওলা সহযোগিতা করেছেন।

এ পরিস্থিতিতে ব্যাংকের কর্মকর্তারা মনিরুল মওলাকে আর এমডি পদে দেখতে রাজি নন। এ কারণে ১৯ ডিসেম্বর পরিচালনা পর্ষদে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চাপ সৃষ্টি হয়।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে এক হাজার ৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে।

 

শেয়ার করুন