১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তুরাগে সভা-সমাবেশ নিষিদ্ধ: কেন?

শেয়ার করুন

রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ আর তুরাগ নদীর দক্ষিণ-পশচিম এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না। পুলিশ এ নিষেধাজ্ঞা জারি করেছে।
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর আগে থেকেই ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা চলছে। এই পরিস্থিতি মোকাবিলায় পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনসের কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর বিকাল ২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এদিকে টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে ঝামেলার কারণে কাকরাইল মসজিদ আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ আর র্যাবের পাশাপাশি ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন