
-আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে ৭ দিনেই প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি প্রশাসন।
শনিবার (১৪ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গাল্ফ নিউজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলে ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৮৩১ জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।
তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৩৫৮, সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৯৯৪ এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া, অনুপ্রবেশের দায়ে ১ হাজার ৩০৩ জনকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ। তাদের মধ্যে ৬০ শতাংশ ইথিওপিয়ান, ৪৮ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
অবৈধভাবে সৌদি ছাড়ার সময় আরও ১৭৩ জনকে গ্রেফতার করেছে করা হয়েছে। একইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ২৫ জনকে।
বর্তমানে, ২৪ হাজার ৮১০ জন পুরুষ ও ২ হাজার ৭৩০ নারীসহ ২৭ হাজার ৫৪০ প্রবাসী নির্বাসন ও প্রত্যাবাসনসহ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
এখন পর্যন্ত ১৯ হাজার ২৫৮ জনের নাম ভ্রমণ নথি প্রক্রিয়াকরণের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো করা হয়েছে। এ সময় ৯ হাজার ৮৯৩ জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, রাজ্যে অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িতদের ১৫ বছর পর্যন্ত কারাভোগ ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্তও করা হতে পারে।-