
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও বিশ্বজুড়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। সম্প্রতি কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে খেলার পর তিনি এবার নাম লিখিয়েছেন আরও তিনটি বিদেশি লিগে।
প্রথমত, আবুধাবি টি–টেন লিগে খেলবেন সাকিব নতুন দল রয়্যাল চ্যাম্পসের হয়ে। দলের পক্ষ থেকে এক ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয়, “গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন।” দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। এই লিগ শুরু হবে ১৮ নভেম্বর ২০২৫।
দ্বিতীয়ত, সাকিব অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগে, যেখানে তিনি খেলবেন হিউস্টন রাইডার্সের হয়ে। এই লিগে অংশ নিচ্ছেন আরও অনেক আন্তর্জাতিক তারকা—শ্রীলঙ্কার থিসারা পেরেরা, পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির, এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।
তৃতীয় লিগটি হলো ইন্ডিয়ান হ্যাভেন লিগ, যা প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও সাকিব কোন দলে খেলবেন তা এখনো জানা যায়নি, তবে তিনি নিজেই এক ভিডিও বার্তায় এই লিগে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। কাশ্মীরের শ্রীনগরের বকশি স্টেডিয়ামে লিগটি শুরু হবে ২৫ অক্টোবর এবং চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
আয়োজকেরা জানিয়েছেন, এই লিগের মূল উদ্দেশ্য কেবল ক্রিকেট নয়, বরং কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা।
এর আগে কানাডা সুপার সিক্সটিতে সাকিবের সময়টা ভালো না গেলেও, নতুন তিন লিগে তিনি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।