
২০২১ সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই সুপার টুয়েলভে খেলেছিল খেলেছিল নামিবিয়া। পরের দুই আসরেও নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছিল পশ্চিত আফ্রিকার দলটি। এবার আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে তারা। আজ তানজানিয়াকে হারিয়ে ২০২৬ টি-২০ বিশ্বকাপের টিকিট কেটেছে নামিবিয়া।
আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ফেব্রুয়ারি থেকে, ভারত ও শ্রীলংকায়। নামিবিয়া ছাড়াও এরই মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দুই স্বাগতিক ভারত-শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ , নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।
হারারেতে আজ টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠায় তানজানিয়া। ৪১ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে ফেলা দলটি অবশ্য পরে জেরহার্ড এরাসমাস ও জেজে স্মিতের ব্যাটে ৬ উইকেট ১৭৪ রানের পুঁজি জমা করে। স্মিত এরপর অসাধারণ বোলিংও করেন, ১৬ রানেই তুলে নেন ৩ উইকেট। তানজানিয়া নির্ধারিত ওভার শেষে করতে পারে মাত্র ১১১ রান। তাতে নামিবিয়া জয় পায় ৬৩ রানে।