১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে প্রথম ৫শ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক

শেয়ার করুন

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের সম্পদ ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে নতুন মাইলফলক অর্জন করলেন তিনি। ফোর্বস সাময়িকীর বিলিয়নিয়ার সূচকের তথ্য মতে, গত বুধবার বিকাল পর্যন্ত ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫০০ দশমিক ১ বিলিয়ন বা ৫০ হাজার ১০ কোটি ডলার। মূলত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শেয়ারের ঊর্ধ্বগতি, স্পেসএক্সসহ অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির কারণে তাঁর সম্পদের পরিমাণ বেড়েছে। গত ১৫ সেপ্টেম্বরের

হালনাগাদ তথ্য অনুযায়ী, টেসলার ১২ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে ইলন মাস্কের হাতে। এ বছর এখন পর্যন্ত কোম্পানিটির শেয়ারের মূল্য ১৪ শতাংশের বেশি বেড়েছে। এমনকি গতকালও দিনশেষে কোম্পানিটির শেয়ারে ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল। এর ফলে বিশে^র এই শীর্ষ ধনীর মোট সম্পদে আরও ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলারের বেশি যোগ হয়েছে।

শেয়ার করুন