১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

৩ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

শেয়ার করুন

দেশের তিনটি বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বৃহস্পতিবার রাতে ছাত্রদলের অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটির তালিকা প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়গুলো হলো- চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আংশিক কমিটি অনুমোদন দিয়েছে ছাত্রদল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংসদ। এতে সভাপতির পদ পেয়েছেন রাকিবুল কবির নিহাল ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ইফতেখারুল ইসলাম বসুনিয়া।

অন্যদিকে, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ, বরিশালে ১০ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতির পদ পেয়েছেন মো. আল-আমিন রাহাত ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. ফাহিম আফ্রিদি উৎস।

অপরদিকে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রদলের সভাপতির পদ পেয়েছেন জামিরুল ইসলাম জামিল ও সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. আব্দুল কাদের। ডুয়েটের কমিটিতে মোট ৩১ জনকে পদ দেওয়া হয়েছে।

তিন বিশ্ববিদ্যালয়ের কমিটিকেই আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

শেয়ার করুন