১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

গোপনে বিয়ে করলেন শবনম ফারিয়া

শেয়ার করুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আজ ১৯ সেপ্টেম্বর, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আল মুস্তফা মসজিদে এই অভিনেত্রীর বিয়ে হয়। তবে বিষয়টি গোপন রেখেছেন তিনি। একাধিক ঘনিষ্ট সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

এদিকে বিয়ের আগে থেকেই শবনম ফারিয়া তার ফেসবুক অ্যাকাউন্ট টি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। তবে সক্রিয় আছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

শবনম ফারিয়ার এখনই তার বরের নাম-পরিচয় জানাতে রাজি নন। জানান গেছে মসজিদে বিয়ে সম্পূর্ণ হওয়ার পর ফারিয়ার পরিবারের পক্ষে থেকে উপস্থিত সবাইকে বাদাম ও খেজুর খাওয়ান।

 

 

এর আগে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। প্রথম সংসার ভাঙনের পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। এবার আরও একবার নতুন জীবন শুরু করলেন তিনি।

শেয়ার করুন