১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার
১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

শেয়ার করুন

চট্টগ্রামে ছুরিকাঘাত করে বিকাশ ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। আহত বিকাশ ব্যবসায়ীর নাম দেলোয়ার হোসেন। এ ঘটনায় কোনো সন্ত্রাসীকে গ্রেফতারও করতে পারেনি থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দেলোয়ার স্থানীয় শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেলোয়ারের আনোয়ারার চাতুরী চৌমুহনী বাজারে ‘সাথী এন্টারপ্রাইজ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটিতে মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্যের পাশাপাশি বিকাশ ও নগদ লেনদেন করা হয়।

 

প্রতিদিনের মতো  ১৮ সেপ্টেম্বর, রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে শিকলবাহা ক্রসিং মোড়ে পেছন দিক থেকে কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর আহত করে।

শেয়ার করুন