
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক জীবনের অন্যতম মহৎ দায়িত্ব হিসেবে রক্ত দানকে তুলে ধরছেন। এ পর্যন্ত তিনি ৪৪ বার রক্তদান করেছেন। সর্বশেষ শনিবার ,১৩ সেপ্টেম্বর তিনি একজন রোগীর জন্য রক্ত দিয়েছেন এবং এর মাধ্যমে ৪৪ বার রক্তদানের মাইলফলক স্পর্শ করেন।
তরিকুল ইসলাম তারিক কালবেলাকে বলেন, ‘রক্তদান শুধু একটি মানবিক দান নয়, এটি জীবনের প্রতি আমাদের দায়িত্বও বটে। যতদিন সুস্থ থাকব, ততদিন রক্তদান চালিয়ে যেতে চাই। এটি আমাকে আনন্দ দেয় এবং আশা করছি অন্যদেরও অনুপ্রাণিত করে।’
ছাত্রদল নেতার এই উদ্যোগ শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সহস্রাধিক সংকটাপন্ন রোগীর জন্য রক্ত জোগাড় করে দিয়েছেন। তার কর্মসূচি অনুযায়ী, শুধু নিজের রক্ত দান নয়, সামাজিক সচেতনতার মাধ্যমেও তিনি এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসংখ্য রোগীর হাসপাতালে ভর্তি, শয্যার ব্যবস্থা, আইসিইউ ও সিসিইউ ব্যবস্থা করেছেন তিনি। বিভিন্ন সময়ে অসচ্ছল রোগীদের আর্থিক সহযোগিতাও করেছেন তরুণ এই ছাত্রনেতা।