
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলার ঘুণ্টি রেলক্রসিংয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক ও হেলপার আহত হয়েছেন।
শুক্রবার (০১ আগস্ট ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আক্তার হোসেন জানান, জামালপুরের সরিষাবাড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঘুণ্টি রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে পড়ে এবং চালক ও হেলপার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর ট্রেন চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে। তবে পরে রেল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন রেলওয়ে পুলিশ।