
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : বুড়িতিস্তা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক উলিপুর—যে অঞ্চল একসময় ব্রিটিশ আমলে উত্তরাঞ্চলের বাণিজ্য ও প্রশাসনের কেন্দ্রবিন্দু ছিল। চাউল, পাট, গুঁড়, মাছসহ নানান কৃষিপণ্য এই নদীপথে পৌঁছে যেত রাজশাহী, ঢাকা ও কলকাতার বাজারে। তৎকালীন উলিপুর বাজার, ঘোগাদহ ও ধরলার মোহনা হয়ে উঠেছিল সমৃদ্ধ ব্যবসায়িক কেন্দ্র।
সময়ের পালাবদলে সেই উলিপুরেই আজ নতুন করে দোলা দিচ্ছে পরিবেশ-সচেতনতার এক প্রাণবন্ত সুবাতাস।
দেশব্যাপী সবুজায়ন এবং পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালনকারী বৃহৎ যুব সংগঠন “গ্রীন ভয়েস”, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং তরুণ প্রজন্মের মাঝে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
এই ধারাবাহিকতায়,সারফারাজ সৌরভকে সভাপতি, হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং আল আলিফ ও রোমিও রায়হানকে সাংগঠনিক সম্পাদক করে গ্রীন ভয়েস কেন্দ্রীয় পরিষদের নির্দেশনায় আগামী এক বছরের জন্য গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হইলো।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবনির্বাচিত এই নেতৃত্ব উলিপুরে পরিবেশবাদী আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে এবং গ্রীন ভয়েসের সবুজায়নের পতাকা আরো উঁচুতে তুলে ধরবে।