১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রোববার থেকে জুয়ার বিজ্ঞাপন দিলেই সাইট ব্লক: সরকার

শেয়ার করুন

জুয়া বা বেটিং সম্পর্কিত কোনো বিজ্ঞাপন বা প্রচারনা অনলাইনে প্রচার করা হলে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইট অবিলম্বে ব্লক করে দেওয়া হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

শনিবার (১৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে কিছু ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক প্ল্যাটফর্মে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২–এর পরিপন্থী এবং দণ্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সতর্কতা সত্ত্বেও যদি কোনো সংবাদমাধ্যম (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল বা অন্য কোনো প্ল্যাটফর্মে এমন বিজ্ঞাপন প্রচারিত হয়, তবে বিনা নোটিশে সেই সাইট বন্ধ করে দেওয়া হবে।

সরকার জানায়, ইতোমধ্যে সতর্কতার পর কয়েকটি সংবাদমাধ্যম, যেমন ক্রিকইনফো, জনকণ্ঠ ও ঢাকা পোস্ট তাদের বিজ্ঞাপন ব্যবস্থাপনা পরিবর্তন করেছে— এজন্য তাদের ধন্যবাদ জানানো হয়েছে।

দেশের সাইবারস্পেস নিরাপদ রাখতে বিটিআরসি, সিআইডি, এনসিএসএ, এনটিএমসি, এনএসআই এবং বিএফআইইউ যৌথভাবে কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন