১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা

শেয়ার করুন

ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে ঢাকা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজনীয় কাগজপত্র ভারতের কাছে হস্তান্তর করেছে ঢাকা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানান।

সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, “শেখ হাসিনাকে দেশে ফেরাতে আমরা প্রয়োজনীয় নথি দিল্লিতে পাঠিয়েছি। বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, ভারতে অবস্থানরত অন্যান্য নেতাদের ফেরানোর বিষয়ে আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করা হবে কি না, তা সরকারের উচ্চপর্যায়ের আলোচনার বিষয়।

এদিকে, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টকে স্বাগত জানিয়ে রফিকুল আলম বলেন, “প্রতিবেদনটি যে কোনো বিবেকবান মানুষকে নাড়া দেবে। আমরা আশা করি, প্রতিবেশী ভারতও বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে।”

 

 

 

শেয়ার করুন