
সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভারতের ব্যাটিং অর্ডারে দেখা গেছে চমক। লোকেশ রাহুলের আগেই ব্যাটিংয়ে নেমেছেন অক্ষর প্যাটেল, যা অনেকেরই প্রত্যাশার বাইরে ছিল। এই সিদ্ধান্তের কারণে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সমালোচনার মুখে পড়লেও, তিনি সেসবকে গুরুত্ব দিতে রাজি নন।
এই সিরিজটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির একটি অংশ, যেখানে গম্ভীর নিজের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং অর্ডার পরীক্ষা করে দেখেছেন।
গতকাল তিনি বলেন, “ক্রিকেট এমনভাবেই খেলার কথা। জানি, অনেকে এ নিয়ে আলোচনা করছে, তবে আমাদের এভাবেই খেলতে হবে। এটি কেবল ব্যাটিং অর্ডারের বিষয় নয়, আসল ব্যাপার হলো কে ম্যাচে ‘ইম্প্যাক্ট’ ফেলতে পারে। যদি মিডল অর্ডারে একজন মানসম্পন্ন বাঁহাতি ব্যাটসম্যান খেলানোর সুযোগ থাকে, তবে সেটি কাজে লাগানোই ভালো।”
গম্ভীর আরও যোগ করেন, “আমি পরিসংখ্যান দেখে দল সাজাই না। আমরা বিবেচনা করি, কোন ব্যাটসম্যান কোন পজিশনে ভালো পারফর্ম করতে পারে। অক্ষর দারুণ খেলছে। দুটি ম্যাচে সে আমাদের জন্য নিজেকে প্রমাণ করেছে। সমালোচনা হবেই, লোকে সবসময়ই কথা বলবে। তবে আমরা আমাদের পরিকল্পনা মতোই এগোব।”
এদিকে, উইকেটকিপার হিসেবে একাদশে আছেন লোকেশ রাহুল, অথচ বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে ঋষভ পান্তকে। এ নিয়ে গম্ভীর বলেন, “এই মুহূর্তে, কেএল (রাহুল) আমাদের প্রথম পছন্দের উইকেটকিপার এবং সে পারফর্মও করেছে। যখন স্কোয়াডে একই মানের দুই কিপার থাকে, তখন দুজনকে একসঙ্গে খেলানো সম্ভব নয়। আশা করি, যে-ই সুযোগ পাবে, সে তৈরি থাকবে। আপাতত এটুকুই বলতে পারি—এই মুহূর্তে কেএল একাদশে থাকছে।”